ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি গত বছরের ন্যায় এবারও ময়মনসিংহের ত্রিশালে হজ্জ ও উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯) এপ্রিল) বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় শতাধিক হজ্জ যাত্রী অংশ গ্রহণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ত্রিশাল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন। কর্মশালায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সালামত হজ্জ ট্রাভেলস এন্ড ট্যুরস পরিচালক আব্দুল্লাহিল ওয়াহীদ মাদানী, ত্রিশাল সিকদার হজ্জ কাফেলা পরিচালক আব্দুল কদ্দূস সিকদার, অধ্যাপক আলহাজ্ব আবু তাহের মেছবাহ, হযরত মাওলানা সাকিরুল ইসলাম,শেখ আবদুল আজিজ প্রমূখ।