প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১২:৪৯ পি.এম
মোহনগঞ্জে ইমামের ওপর হামলার ঘটনায় মামলা
তানিম খানঃ নেত্রকোণার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মোঃ সাইদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মারপিট করার ঘটনায় মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বারহাট্টা থানাধীন নূরুল্লারচর গ্রামের ইলিয়াস হোসাইন আরাবী (২৮) ও তার ভাই মেহেদী হাসান (২২) সহ মামলায় অজ্ঞাত আরো ১০জনকে আসামী করা হয়েছে। মোহনগঞ্জ থানা ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ বড় মসজিদের পিছনের রাস্তায় ওই হামলার ঘটনা ঘটে। এসময় আসামীরা সঙ্গবদ্ধ হয়ে দা, রামদা, কুড়াল, চাইনিজ কুড়াল, টেটা, বল্লম ইত্যাদি নিয়ে হাফেজ মোঃ সাইদুর রহমানকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে আসামীরা হাফেজ মোঃ সাইদুর রহমানের পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ও তার মটর সাইকেল নিয়ে চলে যায়। উল্লেখ্য যে, বুধবার দুপুরে ওই হামলার বিচারের দাবিতে মোহনগঞ্জ উপজেলা পরিষদ গেইটে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হাফেজ মোঃ সাইদুর রহমান, মাওলানা শুয়াইব বিন মুজিব ও মাওলানা তোফালে আহমেদ হাবিবীর ওপর হামলার ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, হাফেজ মোঃ সাইদুর রহমান বাদী হয়ে ইলিয়াস হোসাইন আরাবী (২৮) ও তার ভাই মেহেদী হাসান (২২) দুইসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের নামে মামলা করেছেন ভুক্তভোগী। আজ (১৭ এপ্রিল) রোজ বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১০,মটর সাইকেলটির বিষয়ে তিনি বলেন এখনো মটর সাইকেল উদ্ধার হয়নি। তবে আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত