কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি - গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নাওলা আশিকনগর এলাকায় রবিবার সকালে চন্দ্রা- বলিয়াদি আঞ্চলিক সড়কের পাশে পুকুরে মাইক্রোবাস গাড়ি ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কালো রংয়ের মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূএে জানা যায়, শনিবার রাতের কোন এক সময় আশিকনগর এলাকায় পুকুরে কে বা কাহারা মাইক্রোবাস গাড়িটি রেখে যায়। রোববার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান মাইক্রোবাসটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ পুকুর থেকে ভাসমান অবস্থায় গাড়িটি উদ্ধার করে। তবে গাড়ির চালক বা মালিকের কোন খোঁজ পাওয়া যায়নি। তবে গাড়িটি দেখে জনমনে আতংক সৃষ্টি হয়েছে। অনেকের ধারনা রাস্তায় ডাকাতি করতে এসে ডাকাত দলেরা মাইক্রোবাসটি পুকুরে ফেলে চলে গেছে। কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের হোসেন জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে। গাড়ির মালিক এখনো সনাক্ত হয়নি । যাচাই বাছায়ের পরে বৈধ মালিকের কাছে হস্তান্তর করা হবে।এ বিষয়ে তদন্ত অব্যহত রয়েছে।