প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১:১২ পি.এম
কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টায় গ্রেফতার-১
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টায় নয়ন মিয়া(২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। জানা যায়, নয়ন মিয়া গত ৯ মাস পূর্বে ভোলা থেকে এসে ফুলবাড়িয়ার সিরাজপুর এলাকায় সালাউদ্দিন জমাদ্দারের বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ১০এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী বাড়ির পাশে শুকনো পাতার বস্তার আড়ালে বসে খেলা করছিল এ সময় নয়ন মিয়া ভুক্তভোগীকে একা পেয়ে তার পরনের জামা কাপড় খুলে তাকে ধর্ষণ করার চেষ্টা করেন। বিষয়টি ভুক্তভোগীর খালা দেখে ফেলে লম্পট নয়ন মিয়াকে হাতেনাতে ধরে চিৎকার চেঁচামেচি করেন।চেচামেচি শুনে আশেপাশের লোকজন এসে নয়ন মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান অভিযুক্ত নয়ন মিয়া কে আটক করে কালিয়াকৈর থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে ভুক্তভোগী বাবা হারুন অর রশিদ বাদী হয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত