ভালুকা প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকায় ঈদুল ফিতরের পর ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বেচ্ছা সেবক দলের এক নেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে । উপজেলার উথুরা ইউনিয়নের গিলারবাগ এলাকার দেওয়ান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিানে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ভোক্তভুগি স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ কদ্দুস বাদী হয়ে চারজনের নাম ঊল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০/১২ জন দিয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।
এ ব্যাপরে আঃ কদ্দুস জানান, অনুষ্ঠানে আমাকে অতিথি করায় আমি মঞ্চে বক্তব্য দিয়ে নামার ছাত্রলীগ সহ ১৫/২০ জন আমার উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু এক পর্যায়ে আমি বেহুশ হয়ে পরি। পরে ভালুকায় হাসপাতালে চিকিৎসা নিই।
তারা আমাকে এখনো প্রাণনাশের হুমকি দিচ্ছে।
আমি আজ শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি আর দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি ।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার এ এস আই সজিব রায় জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,ঘটনার সততা পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে