কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর নৌকা ঘাট এলাকার তুরাগ নদী থেকে রোববার দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০বছর। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। কালিয়াকৈর থানার উপ পরিদর্শক এস আই মো.হযরত আলী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।