কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় মঙ্গলবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি গাজীপুর মেট্রোতে কর্মরত ছিলেন। নিহত হলেন, টাঙ্গাইলের জামাল শিকদারের ছেলে রনি শিকদার (২৬) পুলিশ সূত্রে জানা যায়, রনি শিকদার টাঙ্গাইল থেকে তার কর্মস্থল গাজীপুরের দিকে যাচ্ছিলো পথিমধ্যে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পথচারীরা রনি শিকদারকে উদ্ধার করে সখিপুর তানহা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম ঘটনা নিশ্চিত করেন।