মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার মসজিদের ইমাম ও সাংবাদিক প্রতিনিধিদের ঈদ সম্মানী প্রদান করেছে মোহাম্মদ ইলিয়াছ হোসাইন ফাউন্ডেশন। শনিবার বিকেলে শিবালয়ের উথলীতে মোহাম্মদ ইলিয়াছ কমার্শিয়াল বিল্ডিং-এ এ সম্মানী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজনের সৌজন্যে ছিলেন মোহাম্মদ ইলিয়াছ হোসাইন, যিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং গণঅধিকার পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি। অনুষ্ঠানে স্থানীয় ইমাম ও সাংবাদিকদের মাঝে ঈদ সম্মানী প্রদান করা হয়, যা তাদের উৎসাহিত করতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন। মোহাম্মদ ইলিয়াছ হোসাইন জানান, "সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ ইমাম ও সাংবাদিকদের সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের অবদান অনস্বীকার্য। ভবিষ্যতেও ফাউন্ডেশন এ ধরনের মানবকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে।" উল্লেখ্য, মোহাম্মদ ইলিয়াছ হোসাইন ফাউন্ডেশন ১৬ জানুয়ারি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় এবং সমাজের বিভিন্ন স্তরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই আয়োজনে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।