কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি- কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) ভোরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালিয়াকৈর থানা , পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিয়াকৈর প্রেসক্লাব,অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নিবার্হী অফিসার কাউছার আহাম্মেদ ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, শাহাবুদ্দিন সহ রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা প্রদান করা হয়। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।