ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় এক অসহায় পরিবারের পুকুরের জমি জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ উঠেছে আজিজুল হক ঢালী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে জানাযায়, উপজেলার কাঠালী এলাকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান মিলনের স্ত্রী লায়লা আজিজা সুলতানার পুকুরসহ প্রায় নব্বই শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে একই এলাকার হযরত ঢালীর ছেলে আজিজুল ঢালীসহ আরও বিশ থেকে পঁচিশ জন। ভুক্তভোগী পরিবারের দাবী গত ১১ই মার্চ দুপুরে উল্লেখিত ব্যাক্তি পুকুরের মাছ নিধনের চেষ্টা করে। এসময় তারা বাঁধা দিলে হুমকির সম্মুখীন হয়। যা পুকুরটি লায়লা আজিজা সুলতানার স্বামী খাজনা পরিশোধ করে এবং কাঠালী এগ্রো কমপ্লেক্স নামে এর ট্রেড লাইসেন্স রয়েছে। এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।