সেলিম হোসাইন সানি গাজীপুর-"অধিকার সমতা ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন "এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর সভার নারী উদ্যোক্তাদের আয়োজনে কালিয়াকৈর বাস স্ট্যান্ড এলাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণ্যঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালিটি উপজেলা বিএনপির পাটি অফিস থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। নারী উদ্যোক্তা আতোয়ারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান। আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, কালিয়াকৈর ডিগ্রী কলেজের সাবেক ভি পি শামীম হোসেন, পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন, পৌর যুবদল নেতা মুস্তাফিজুর রহমান শিপলু। নারী উদ্যোক্তা মল্লিকা আক্তার, পারুল আক্তার, তাজিন আক্তার, হালিমা আক্তার , সুমাইয়া আক্তার, সোনিয়া আক্তার সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ।