1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন  বকশীগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শহীদ ফজলুল করিমের পরিবারের খোঁজ নিলেন ইউএনও তারাগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

আকরাম হোসাইন হিরন গাজীপুর
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

কাপাসিয়া (গাজীপুর) :প্রতিনিধিঃগাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও শিশুর উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এবং বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ নূরুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, থানা পুলিশের উপপরিদর্শক মোঃ আব্দুল হালিম, উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, মহিলা দল নেত্রী আরজোদা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার প্রমুখ।  অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কে তাদের নিজেদের সচেতন হতে হবে। বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তা থাকলে একজন নারী সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। আধুনিক বিশ্বে নারীরা কর্মক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জন করতে পেরেছে। নিজ অবস্থানে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হলেই অধিকার আদায়ে সফল হওয়া সম্ভব।  আলোচনা সভার পূর্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা মহিলা দলের ব্যানারে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অংশগ্রহণকারীরা মাথায় ক্যাপ, ফেস্টুন ও বর্ণাঢ্য সাজে আন্তর্জাতিক নারী দিবস সফল হউক, সার্থক হউক বলে শ্লোগান দিয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট