সুমন মাহমুদ শেখ জেলা প্রতিনিধি, নেত্রকোনা। আজ শনিবার (০১-০৩-২৫) বেলা ১১ ঘটিকায় মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়াস্থ রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীরামকৃষ্ণ গ্রামীণ শিক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ। স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমল সরকার, সভাপতি শ্রীরামকৃষ্ণ আশ্রম, মোহনগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমল রায়, সাধারণ সম্পাদক, শ্রীরামকৃষ্ণ আশ্রম, মোহনগঞ্জ, শিল্পী রাণী রায়, সাধারণ সম্পাদক, সারদা সংঘ, মোহনগঞ্জ, বাবুল পাল, প্রধান শিক্ষক, ভাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শান্তিরঞ্জন তালুকদার, নিহাড়া, মোহনগঞ্জ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উৎপল কুমার দাশ ও হিমাংশু সরকার। এআয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও রামকৃষ্ণ আশ্রমের অনেক ভক্ত ও অনুসারীরা উপস্থিত ছিলেন। সমবেত প্রার্থনা সংগীতের পর সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের সংক্ষিপ্ত আলোচনার পর স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পরিবেশনার পর ১৬০টি গ্রামীণ শিক্ষা কেন্দ্র পরিচালনা পরিষদের প্রতিনিধিের হাতে শিক্ষা উপকরণ হিসেবে ৩৫০০ খাতা ও কলম এবং শীতবস্ত্র হিসেব ৪০০টি কম্বল তুলে দেন অতিথিগণ।