1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

কালিয়াকৈরের সফিপুরে ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন

সেলিম হোসাইন সানি গাজীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজারের ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান বন্ধ ও পুনরায় ব্যবসা চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজারে ওই মানববন্ধন কর্মসুচী পালন করে ৩ শতাধিক ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীরা।
মানববন্ধন সুত্রে জানা যায়, কালিয়াকৈরের সফিপুর বাজারের ফ্লাইওভার ব্রীজের নিচে খালি জায়গায় দীর্ঘদিন ধরে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করে আসছে ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীরা। কিন্ত গত কয়েকমাস ধরে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের দোকান পাট উচ্ছেদ করে দিয়েছে। ফ্লাইওভার ব্রীজের নিচে পুনরায় তাদের ব্যবসা করার দাবিতে শুক্রবার ৩ শতাধিক হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী সাহেদ মেহরাজ, দেলোয়ার হোসেন, আবেদ আলী,জসিম শেখ, শহিদুল ইসলাম প্রমুখ।মানববন্ধনে হকার ব্যবসায়ীরা বলেন, আমরা ফ্লাইওভার ব্রীজের নিচে খালি জায়গায় দোকান বসিয়ে ব্যবসা করে আসছি। কিন্ত আমাদের দোকান পাট উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এখন আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। ছেলে মেয়েদের স্কুলের বেতন দিতে পারছিনা। অন্তত রোজার এই এক মাস যেন আমাদের ব্যবসা করার সুযোগ করে দেয়। এইজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট