1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে  ১২টি ভারতীয় গরু আটক প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময়  মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন 

কাপাসিয়া ভাকোয়াদী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

আকরাম হোসাইন হিরন গাজীপুর
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার “ভাকোয়াদী কিন্ডারগার্টেন স্কুলের” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। “সুস্থ্য দেহ-সুন্দর মন, ক্রীড়া ও সংস্কৃতি করে আনয়ন” এই শ্লোগানে দুই দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে ১৯ ফেব্রুয়ারি বুধবার স্কুল চত্বরে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ ভূঁইয়া এবং নূরজাহান বেগমের পরিচালনায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বরেণ্য অতিথি হিসেবে যুক্ত ছিলেন গাজীপুর জজ আদালতের জিপি সিনিয়র অ্যাডভোকেট মোঃ সোলায়মান দর্জি, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকারিয়া খানের সার্বিক তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সোলাইমান মোড়ল, বিএনপি নেতা আনোয়ার হোসেন সরকার, সহ-সভাপতি ইউসুফ সরকার, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আকন্দ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, সদস্য সচিব জালাল উদ্দিন সরকার, ইউনিয়ন মহিলা দলের সভাপতি লাভলী আক্তার, সহ-সভাপতি ঝর্না ইয়াসমিন, সাধারণ সম্পাদক জেসমিন কমলা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক রহমান দুর্জয় প্রমুখ । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মনোমুগ্ধকর জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামী সঙ্গীত, ছড়া, কবিতা আবৃত্তি, দেশের গান, পাঁচমিশালী গান, একক নৃত্য, দলীয় নৃত্য সহ আকর্ষণীয় পুতুল নাচ পরিবেশিত হয়। এর আগে দুই দিনব্যাপী প্রায় অর্ধশতাধিক ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নির্ধারিত বিচারক মন্ডলীদের ফলাফলের ভিত্তিতে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট