কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি- গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের সোনাতলা এলাকা হতে দুই কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ২জনকে আটক করেছে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান। এ বিষয়ে মিজানুর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মিজানুর রহমান জানান,গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে সোনাতলা এলাকার বরফ ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে২কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ১৫ হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার হোমনা থানার রাজাপুর গ্রামের সুন্দর আলীর ছেলে এনামুল ৫৪) এবং গাজীপুর জেলার কালিয়াকৈর থানার খলিশাজানি এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে হাসান আলী (৬৮) কালিয়াকৈর থানার ওসি (তদন্ত)জাফর আলী খান জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর নামে মামলা দেয়া হয়েছে। শুক্রবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হবে।