ভ্রাম্যমান প্রতিনিধিঃ তানিম খান- 'প্রতিযোগিতায় বিজয় বড় কথা নয় অংশগ্রহণ করাই বড় কথা' এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা মোহনগঞ্জের বরান্তর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি ) সকাল ১১ টায় বরান্তর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জুয়েল আহমেদ এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জনাব সেলিম কার্ণায়েন আহ্বায়ক উপজেলা বিএনপি, জনাব টিপু সুলতান সদস্য সচিব মোহনগঞ্জ উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার হাওর পোর্টিং ক্লাবের সভাপতি জনাব রিজন খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কুরআন তেলাওয়াত,পবিত্র গীতা পাঠ, শপথ বাক্য পাঠ, প্যারেড এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ।
অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল বহিরাগতদের জন্য ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতা ও সকল ছাত্র-ছাত্রীদের জন্য যেমন খুশি তেমন সাজ।
পরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীর মধ্যে যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে তাদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
"খেলা শেষে যখন দেখি তুমি গেছো হেরে, তখন যেন বিজয় আমার বিনয় হয়ে ফিরে"
এই স্লোগান ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।