সুমন মাহমুদ শেখ-মোহনগঞ্জ প্রতিনিধি- শুক্রবার (৩১-০১-২৫) ভোরবেলায় মোহনগঞ্জ থেকে গরু চুরি করে পাচারকালে আটপাড়া এলাকা থেকে দুটি গরুসহ তিনজন গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত চোরেরা হলেন- মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াটি গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো. আক্কাছ মিয়া (৩৬), একই উপজেলার বড় পাইকুড়া গ্রামের মাইলোড়া বসবাসরত মৃত বেদন উদ্দিনের ছেলে মো. আবুল কাসেম (৬০) ও পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মৃত সাইব আলীর ছেলে মো. রফিক (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জ উপজেলার ধনপুর গ্রামের দরিদ্র কৃষক মাসুদ মিয়ার দুইটি ষাঁড় গরু চুরি হয়। পরে এই ঘটনায় ভুক্তভোগী কৃষক মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মোহনগঞ্জ থানার এস.আই আব্দুল হান্নানের নেতৃত্বে ও আটপাড়া থানা পুলিশ যৌথভাবে গরু চোরদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। অভিযানে শুক্রবার ভোরে আটপাড়া এলাকায় ইটাখোলা ব্রিজ মোড়ে একটি পিকআপ ভ্যানে থাকা আনুমানিক আড়াই লক্ষ টাকা মূল্যের দুইটি ষাঁড় গরু উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মো. আক্কাছ মিয়া (৩৬), মো. আবুল কাসেম (৬০) ও মো. রফিককে (২৭) গ্রেপ্তার করা হয়। পরে এই ঘটনায় দায়েরকৃত মামলায় আজ দুপুরে তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেপ্তারকৃত তিনজন আসামীকে আজ দুপুরে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।