1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

কালিয়াকৈরে রাতের আঁধারে  জমির বাউন্ডারী দেয়াল উধাও

সেলিম হোসাইন সানি গাজীপুর
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি – গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রাতের আঁধারে ব্যাক্তি মালিকানাধীন জমির বাউন্ডারী দেয়াল উধাও হয়েছে গেছে। মঙ্গলবার রাতের আধাঁরে প্রতিপক্ষের বিরুদ্ধে ওই বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ট্রাকে ভরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জমির কেয়ারটেকার সিরাজুল ইসলাম বাদী হয়ে বুধবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।   থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ঢাকার গেন্ডারীয়া এলাকার আবুল আহসান কালিয়াকৈরের কালামপুর মৌজার আর এস ৩১ খতিয়ানে আর এস ৪৫৯ দাগে ২৮ শতাংশ জমি ওয়ারিশ সুত্রে মালিক হইয়া দীর্ঘদিন ধরে ভোগদখলে আছে।ওই জমিটি দেখাশুনার জন্য কালিয়াকৈরের সিরাজুল ইসলামকে গত ৭ বছর পুর্বে দায়িত্ব দেওয়া হয়। সিরাজুল ইসলাম নিষ্ঠার সাথে জমিটি দেখা শুনা করে আসছে। জমির মালিকের নির্দেশনা অনুযায়ী গত ২৭ জানুয়ারী জমির চারিদেক বাউন্ডারী দেয়াল নির্মানের কাজ শুরু করা হয়। এক পাশে বাউন্ডারী দেয়াল নির্মান কাজ শেষ করে। কিন্ত মঙ্গলবার রাতের আধারে প্রতিপক্ষ ইয়াকুব আলী,শহিদুল ইসলাম,মোহাম্মদ আলী, সামছুল আলমও নেহা লোকজন নিয়ে এসে পাকা বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ট্রাকে ভরে নিয়ে যায়। এসময় জমিতে থাকা ৪ হাজার ইট,১০০ বস্তা সিমেন্ট এবং জমির সাইনবোর্ডও সাথে নিয়ে যায়। এসময় জমির কেয়ারটেকার বাধা দিতে এলে তাকে প্রানে মেরে ফেলাল হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় জমির কেয়ারটেকার সিরাজুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ ইয়াকুব আলী,শহিদুল ইসলাম,মোহাম্মদ আলী, সামছুল আলমও নেহা অজ্ঞাত ১৪/১৫ জনের নামে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  জমির কেয়ারটেকার সিরাজুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতের আধারে ইয়াকুব আলী,শহিদুল ইসলাম,মোহাম্মদ আলী, সামছুল আলম ও নেহা তাদের লোকজন নিয়ে এসে বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ট্রাকে ভরে নিয়ে যায়। এসময় জমিতে থাকা নির্মান কাজের জন্য আনা ৪ হাজার ইট, ১০০ বস্তা সিমেন্ট নিয়ে যায়। আমি বাধা দিতে গেলে তারা আমাবে বলে জমিতে কাজ করলে তুকে ও তোর মালিককে প্রানে মেরে ফেলবো।  কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এধরনের একটি অভিযোগ পাওয়া গেছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে অভিযুক্তদের মধ্যে শহিদুল ইসলাম বলেন, আমি কোন বাউন্ডারী দেয়াল ভাঙ্গিনি। বিষয়টি আমি জানিনা। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট