কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকের উপজেলায় বুধবার বিকেলে বড়ই বাড়ি আদর্শ ডিগ্রী কলেজ মাঠে দুস্থ অসহায়ও গরিব শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তামান্না খানম আইরিনের আয়োজনে ১২শ দুস্ত ও গরীবদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়। চাপার ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি মোফাক্ষর হোসেন বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহাম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, এশিয়ার সেরা নারী উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজ সেবক, ভাইস চেয়ারম্যান ফরচুন ২০২০গুপ মোসা:আসমা খাতুন, চাপাই ইউনিয়ন বিএনপি সভাপতি ডিজি রব্বানী, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ সহবিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরে অসহায় দুস্থ গরিবদের মাঝে ৬ শত কম্বল ও ৬শত চাদর বিতরণ করা হয়।