1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন  বকশীগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শহীদ ফজলুল করিমের পরিবারের খোঁজ নিলেন ইউএনও তারাগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকাস্থ বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সংসদের কমিটি গঠন

জিএম ফাতিউল হাফিজ বাবু বকশীগঞ্জ, জামালপুর
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি- ঢাকাস্থ বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সংসদের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলমগীর কবীরকে সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল জব্বারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম,সহসভাপতি নির্বাচিত হয়েছেন তারেক(বাংলা কলেজ),লিটন মিয়া(ঢাকা বিশ্ববিদ্যালয়)
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উসমান, যিনি সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হুজাইফা(তিতুমীর কলেজ),
রাকিব (বাংলা কলেজ),
ওয়ালিউল হাসান(কেন্দ্রীয় কলেজ)
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়।
রেজাউল করিম(তিতুমীর কলেজ),জিহাদ হাসান(বাংলা কলেজ) এবং মনির।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিয়ান নাহিদ, প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু আহমেদ,ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম নাহিদ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন।
এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন কমিটির লক্ষ্য হচ্ছে ঢাকায় অধ্যয়নরত বকশীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, শিক্ষার্থীদের একতাবদ্ধ রাখা এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা।
কমিটির সভাপতি আলমগীর কবীর বলেন, “এই কমিটি ঢাকাস্থ বকশীগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো এবং একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবো।”

সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, “আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের দক্ষতা উন্নয়নে কাজ করবো। সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
উক্ত ছাত্র সংসদের কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন আগা সাহিদ মিন্টু,সাইফুল ইসলাম মাসুম,শাজাহান শাওন,জুবায়দুল ইসলাম শামীম এবং মোসাদ্দেক রহমানসহ বকশীগঞ্জের আরও অনেক গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। যাদের প্রত্যক্ষ উপস্থিতিতে কমিটি গঠন করা হয়।
ঢাকাস্থ বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটির এই উদ্যোগ বকশীগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট