1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিয়াকৈরে শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কালিয়াকৈরে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  জিডিইউ-তে জিএসটি গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাক ও ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস পালন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের বানেশ্বরে মহান মে দিবস ত্রিশাল মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত   ত্রিশালে রাজ ওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবস পালিত ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর ঈদ পরবর্তী সভা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগাফি মেশিন ও ইসিজি রুম উদ্বোধন বকশীগঞ্জে মাদরাসা ছাত্রীকে অপহরণ, বিএনপি ও ছাত্রদল নেতার নামে মামলা

সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা

মো:- আরিফুর রহমান অরি
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি –  মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় রাতের আঁধারে  তিন ফস‌লি জ‌মির মা‌টি কে‌টে চলছে বি‌ক্রির মহাৎসব। কোন ভাবেই থামানো যাচ্ছেনা মা‌টি কাটা। মাটি খেকোদের ভেকুর (মাটি কাটার যন্ত্র) থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে সাটু‌রিয়ার ফস‌লের জ‌মি।

অব‌শে‌ষে সু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ ও অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম। সাটু‌রিয়া উপ‌জেলার সদর ইউনিয়নের শেখরীনগর  এলাকা থে‌কে রাত ১ টার দিকে  মাটিবাহী ৮টি ড্রাম ট্রাক ও ৪ টি খালি ড্রাম টাকা আটক করেন। খালি গাড়ী গুলোকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে নগদ উসুল করে ৪টি গাড়ী মালিকের জিম্মায় দেন। বাকি মাটি ৮টি গাড়ীর চালক ও হেলপার দের  বিভিন্ন মেয়াদে জেল দিয়ে গাড়ীগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নান্দেশ্বরী গ্রামের রিয়াজ (৩৮), ঘিওর গ্রামের মোঃ বাবু (২০), হাজীপুর গ্রামের আব্দুল মালেক (৪৫), লুৎফর রহমান (৩৫), ধুল্ল্যা গ্রামের মোঃ ফারুক (৪০), কমলপুর গ্রামের মারফত আলী (৫০), ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রাধানগর গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৩০), জান্না গ্রামের ফারুক (২৭), নান্দেশ্বরী গ্রামের মোঃ হৃদয় হোসেন ( ২৪), ইন্দরা গ্রামের হৃদয় (২১), কমলপুর গ্রামের নাঈম ইসলাম (২৪), হালুয়া পাড়া গ্রামের মোহাম্মদ আলী (২১) কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও রবিন দেওয়ান(২৮), তানভীর (৩০), লাল চাঁন আহমেদ (৩০), রাকিবুল (২৪) প্রত্যেক কে ৫০ হাজার করে অর্থদন্ড করা হয়।  সহকারী কমিশনার ভূমি তানভীর আহমদ বলেন, পার্শ্ববর্তী থানা ধামরাই এলাকায় মাটির লিক থেকে সাটুরিয়া উপজেলায় মাটি বিক্রি করার সময় গাড়ীগুলো আটক করে জেল ও জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সাটুরিযা থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে গাড়ি আটক করা হয়েছে। সাজাপ্রাপ্ত সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট