কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈরে স্কুল শিক্ষকের ওপর হামলার ঘটনায় নিজেকে নির্দোষ দাবী করে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর জেলা যুবদলের সদ্য বহিস্কৃত যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রনি।
সোমবার বিকেলে কালিয়াকৈর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাইস্কুলের শিক্ষক বশির উদ্দিনের ওপর হামলার ঘটনায় তিনি জড়িন নন এবং তিনি তদন্ত করে
প্রকৃত দোষীদের শাস্তি দাবী করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্কুলের এসএসসি পরীক্ষার্থী সালমান সৈকত,রাইহান হোসেন প্রমূখ।
উল্লেখ্য, এই ঘটনার প্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি গতকাল রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করেছে।