নিজস্ব প্রতিবেদক -ভালুকা সাংস্কৃতিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি ও সুরলহরী সঙ্গীত একাডেমীর পরিচালক বিশিষ্ঠ সঙ্গীত প্রশিক্ষক,সঙ্গীত শিল্পী তৈরীর কারিগর প্রবীর ভৌমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভালুকা সাংস্কৃতিক ফোরাম পরিবার।
ভালুকা সাংস্কৃতিক ফোরামের সভাপতি কণ্ঠশিল্পী আলী আহসান কবীর ও সাধারন সম্পাদক কণ্ঠশিল্পী মোঃ রফিকুল ইসলাম রফিক এক যুক্ত শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন,প্রবীর ভৌমিকের মৃত্যুতে ভালুকা সাংস্কৃতিক ফোরামের অপুরনীয় ক্ষতিসহ এ অঙ্গনের যে ক্ষতি হয়েছে তা নিকট ভবিষ্যতে পুরন হবার মতো নয়। নেতৃদ্বয় প্রবীর ভৌমিকের বিদায়ী আত্নার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে ভালুকা সাংস্কৃতিক ফোরাম ভুক্ত সকল সংগঠনের শিল্পী,কলাকুশলী,শিক্ষক,অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আগামী শুক্রবার সঙ্গীত,নৃত্য,আবৃত্তি,চিত্রাংকনসহ সকল ক্লাসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও কালো ব্যাজ ধারন কর্মসুচী ঘোষনা করেন। একই দিন সংগঠন গুলোর নিজস্ব আয়োজনে সুবিধা মতো সময়ে স্মৃতিচারন করার অনুরোধ জানান। যেহেতু প্রতিটি সংগঠনে সাংস্কৃতিক কর্মকান্ডের সকল ক্লাস শুক্রবার হয়ে থাকে তাই দিনব্যাপী এ কর্মসুচী পালনে প্রতিটি সংগঠনের সভাপতি/ সম্পাদক /নির্বাহী পরিচালকগনকে সব ধরনের সহায়তা করার অনুরোধ জানান।