কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কাপাসিয়ায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক ৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।শুক্রবার ২৭ ডিসেম্বর সকালে শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয়ে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তথ্য মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া স্বপন, শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন সভাপতি সমাজবন্ধু মুহাম্মাদ ইকবাল হোসাইন,পরীক্ষা নিয়ন্ত্রক আবদুস সাত্তার শেখ, কেন্দ্র সচিব শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় খালেদ মোশাররফ, সাবেক প্রধান শিক্ষক মহসিন সরকার, প্রধান শিক্ষক ইকবাল হোসেন জসিম, এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন পাঠান,ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন লিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান লিটন, ম্যানেজার মোঃ আল আমিন বাতেন, শিক্ষক মোঃ বেলায়েত হোসেন শেখ, বাচ্চু, মো. মজিবুর রহমান, টোক মানবতার ঘরের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোহাম্মদ মমতাজ উদ্দিন, শ্রী শুনীল চন্দ্র সেন,মোঃ তাজ উদ্দিন বিএসসি, আসাদুজ্জামান আসাদ,মোঃ রফিকুল ইসলাম, এসএস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আমার বন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন জানান ২০১২ সাল থেকে বৃত্তি পরীক্ষা নিয়মিত ভাবে নেয়া হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দেশে গড়ার ভূমিকা রাখছে।
তিনি আরো জানান ৪৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী শিক্ষার্থী ও ৬২টি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সহ ১০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নওশীন সিকদার ও সুমানা তাসনিম জেমি বলেন এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিক্ষা বৃত্তির ব্যবস্থা করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।