কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। "প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রবাসীদের অবদান, উন্নয়ন, নিরাপদ অভিবাসন কল্যাণ ও দক্ষতা অর্জন ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বারোপ করে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোঃ আব্দুল মোত্তালিব স্বাগত বক্তব্য রাখেন।কাপাসিয়া টিটিসি সেন্টারে ৩ দিনব্যাপী প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কর্মশালায় প্রশিক্ষণ প্রাপ্ত শতাধিক প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ কে এম আতিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, অগ্রণী ব্যাংকের ম্যানেজার মনির হোসেন, ইসলামী ব্যাংকের ম্যানেজার প্রশিক্ষক সাইফুল ইসলাম, ইমরান ইবনে ইব্রাহিম, ফারুক হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন প্রমুখ। কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ (টিটিসি) কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল মোত্তালিব জানান, প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন, কম্পিউটার অপারেশন, মোটর ড্রাইভিং, সুইং মেশিন অপারেশন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, ইলেকট্রিক্যাল ইন্সষ্টেলেশন এন্ড মেইনটেনেন্স সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে উপকৃত হচ্ছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতি বছর ১৮ই ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্যভূক্ত দেশে পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলতঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। ১৮ ডিসেম্বর, ১৯৯০ সালে সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক চু্ক্তি প্রস্তাব আকারে গ্রহণ করে।