মানিকগঞ্জ প্রতিনিধি, মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নিরালী বাজার মাঠ প্রাঙ্গণে গণ অধিকার পরিষদ (জিওপি) পক্ষ থেকে মো আমিনুর রহমানের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখার সহ সভাপতি, মোহাম্মদ ইলিয়াস হোসাইন,মানিকগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মমিনুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি, রুহুল আমিন, দৌলতপুর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি উজ্জ্বল মোল্লা, দৌলতপুর উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা,শিবালয় উপজেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি আশরাফুল ইসলাম রাজু, প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষ দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালী সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আপনারা যদি আমাদেরকে, ভোটের মাধ্যমে ভালোবেসে কাছে টানেন। আমরা সব সময় আপনাদের কাছে থাকবো। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।