১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদের গভীর শ্রদ্ধাঞ্জলি ও সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নকলা উপজেলার ৭ নং টালকি ইউনিয়ন পরিষদের পাঁচবারের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল । তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,আমাদের জাতীয় গৌরবের প্রতীক এই দিনে অর্জিত হয়েছিল আমাদের বিজয় স্বাধীনতা ও স্বাধীন ভূখণ্ড বাংলাদেশের মানচিত্র। লাখো শহীদ ও মুক্তিযোদ্ধার আত্মত্যাগে রচিত হয়েছিল বিজয়ের এ মহাকাব্য।স্বশ্রদ্ধাচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ও আত্মদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগ ও যাদের বীরত্বের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীন বাংলাদেশ।
সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ,২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত এ বিজয়। জাতীয় বিজয় দিবস।বিজয়ের এই দিনে সকল অপশক্তিকে রুখার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে যাই।
মহান বিজয় দিবসে,আজকের দিনটি শুধু উদযাপনের নয়, দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার করারও। আসুন, একসাথে কাজ করি একটি সুখী, সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হই ।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধাকে
শুভেচ্ছান্তে,
মোজাফফর মহিউদ্দিন বুলবুল
চেয়ারম্যান ৭নং টালকি ইউনিয়ন পরিষদ, নকলা উপজেলা, নকলা -শেরপুর