এম এইচ রাজীব: নকলা(শেরপুর) প্রতিনিধি:- নকলা উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) নকলা উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল, নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব। এসময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, সমাজ সেবা অফিসার, নকলা প্রেসক্লাবের জাহিদুল ইসলাম জাহিদ, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাবলু, সাংবাদিক মো: মেহেদী হাসান রাজীব, নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদ রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক চাঁন মিয়া ও সাবেক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নকলা উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান সাখাওয়াত হোসেন শাহীন প্রমুখ। পরে শহীদ বুদ্ধিজীবি দিবসে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এসময় নকলা উপজেলার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে নকলা সুবর্ণাখালী ব্রীজের নিকট হানাদার বাহিনী ও রাজাকারেরা প্রতিদিন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষকে ধরে এনে বলেশ্বর নদীর এই ব্রীজের উপর গুলি করে হত্যা করে নদীতে ফেলে দিত।