এম এইচ রাজীব: নকলা (শেরপুর) প্রতিনিধি: "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। সবাই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে পরিষদের অঙ্গন সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্ধসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।