ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালে ইট ভাটা মালিক সমিতির তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবির ও সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম জুয়েল।
এছাড়াও সিনিয়র সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফজলুল হক ও সহ সভাপতি–আমিদুল ইহসান রনি। যুগ্ম সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফরিদুল আলম, কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন আহাম্মদ আলী ভুলু, সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন আতাউর রহমান প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন সোলাইমান কবির। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সম্মানিত সদস্য মোশারফ হোসেন জুয়েল, সম্মানিত সদস্য –মুসফিকুর রহমান মানিক। উল্লেখ্য এ উপজেলায় ৫০ ইট ভাটা রয়েছে। এই কমিটি ৩ বছর তাদের দায়িত্ব পালন করবেন।