কালিয়াকৈর(গাজীপুর) = প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামতলা ডুলিপাড়া এলাকায় শনিবার সকালে জাহিদ হোসেনের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এতে প্রায় ছয়টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সকালে ওই বাড়ির ভাড়াটিয়া দুলাল মিয়ার কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা পাশের অন্যন্য কক্ষে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ওই বাড়ির অধিকাংশ ভাড়াটিয়া ঘটনার সময় কর্মস্থলে থাকায় আগুনে বেশি ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক জাহিদ হোসেন। তিনি আরো বলেন ছয়টি কক্ষের ভাড়াটিয়ারা বিভিন্ন কারখানায় চাকরি করেন। ওই সময় সবাই কারখানায় ছিলো যার কারনে আগুনে বেশি ক্ষতি হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান রিপন আলী জানান, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ধারন করা সম্ভব হয়নি।