কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি- ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ ও ভারতের আগড়তলায় বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিয়াকৈর উপজেলা শাখার নেতৃবর্গ । সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ ও মশাল মিছিলটি শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিন করে সফিপুর র্মডান হাসপাতালের সামনে শেষ হয়ে পথসভা অনুষ্টিত হয়। পথসভায় এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্নয়ক শাহদাত হোসাইন রাতুল, মেহেদী হাসান ফাহাত , রাকিবুল ইসলাম, মেহেদি হাসান, ওমর ফারুক প্রমূখ ।
এসময় বক্তারা বলেন, একটি সভ্য দেশ কখনো দেশের দূতাবাসে হামলা করতে পারেনা। ওই ঘটনার জন্য ভারতকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের সাথে আমাদের দেশের সর্ম্পক প্রতিবেশি রাষ্টের মতোই হবে। আমরা ওই হামলার ঘটনায় তীব্র নিন্দাজ্ঞাপন করছি। সেই সাথে অভিলম্বে সন্ত্রাসী সংগঠন ইসকন কে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষনা করতে হবে ।