কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈ উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাত পযন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে । এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানাটি গত ৯ অক্টোবর স্থানীয় ভাবে উৎপাদন কাজ বন্ধ হয়ে যায়। দুই মাসের বেতন ও সেটেলমেন্ট বোনাস ২৮ নভেম্বর পরিশোধ করার কথা ছিল। সকালে শ্রমিকরা পাওনা টাকা নিতে এসে দেখেন কারখানা কর্তৃপক্ষ টাকা দিতে পারবেনা বলে মুল ফটকে নোটিশ টাঙ্গিয়ে রেখেছেন। নোটিশ দেখে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সড়ক অবরোধের ফলে ওই এলাকার দুই পাশে সকাল ৮ থেকে রাত ৮.৩০ পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।