কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকার গ্রাম বাংলা বিদ্যালয়ে হামলা ভাংচুর লুটপাটে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধন সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিমচান্দরা গ্রাম বাংলা বিদ্যালয়ে বাবু সিকদার, নয়ন সিকদার সহ ১০ থেকে ১৫ জন যুবক পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে একটি মাইক্রোবাসসহ অফিস কক্ষ ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে তারা বিদ্যালয়ের তিন নিরাপত্তাকর্মীসহ চারজনকে পিটিয়ে আহত করে। লুটপাট করে নিয়ে যায় ১৫ লাখ টাকা। এঘটনায় ওইদিনই প্রধান শিক্ষক নাজমুল হাসান বাদী হয়ে কালিয়াকৈরে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিদ্যালয়ে হামলা ভাংচুরের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম চান্দরা এলাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রাজন খান, সহকারি প্রধান শিক্ষক আরিফা আক্তার, সহকারী শিক্ষক মোঃ কাউসার,ইশা আক্তার, তিথি, ইয়াসিন আহমেদ আকাশ, তিশা আক্তার, মেহেদী হাসান তাহসিন, মোঃ মোহন হোসেন, সৌরভ হোসেনের ওয়ালিদ, ইফাত হোসেন প্রমুখ। বক্তরা দুই দিনের মধ্যে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন।