কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছাত্র জনতার গন অভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফেরাত এবং সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অভ্যুত্থানের আহতদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মৌচাক ইউনিয়নের ২ নং ওর্য়াড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মৌচাক ইউনিয়ন ২ নং ওর্য়াডের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী । জেলা যুব দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক পি পি মোঃ আব্দুল খালেক, উপজেলা বিএনপির সহ সভাপতি জলিল মন্ডল ও মেহেরুল ইসলাম মুরাদ, শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণ।