কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার দুপুরে কভার্ডভ্যানের ধাক্কায় এক অটো রিক্সা চালক নিহত হয়েছে। কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের ঢালজোরা ময়েরাবহ এলাকার কভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মুত্যু ঘটে। নিহত হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বোয়ালবীর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম। তিনি কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার জসিম উদ্দিন দেওয়ানের বাড়িতে সপরিবারে বাসা ভাড়া থেকে অটো রিক্সা চালিয়ে জিবিকা নিবার্হ করতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মহেরাবহ এলাকা থেকে ইট নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে কালিয়াকৈর ধামরাই আঞ্চলিক সড়কের মহেরাবহ মোড়ে পৌছালে দ্রুত গতির একটি কভার্ডভ্যান পিছন থেকে থাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক আমিনুল ইসলাম নিহত হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করে। কালিয়াকৈর থানার উপ পরির্দশক অনুপ কুমার অধিকারী বলেন,নিহতের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।