কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৮ জুয়ারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । বুধবার রাতে উপজেলার কালামপুর এলাকার জনৈক মাসুদ এর বসত বাড়ির পাশে ফাকা জায়গায় জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈরের চান্দরা এলাকার হাবিব উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন(৪৫), একই উপজেলার নিশিন্দা হাটি এলাকার বশির উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন(৪৩), একই উপজেলার চান্দরা এলাকার আফাজ উদ্দিনের ছেলে হাসেম আলী(৩৮),একই উপজেলার কালামপুর এলাকার ফজর আলীর ছেলে জসিম(৩৮), একই উপজেলার কালামপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন(৩২),ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার দেউলী এলাকার সন্ন্যাসী করাতীর ছেলে গৌরধন করাতী(৫৫),নাটোরের রুদাসপুর থানার খামার পাতুরিয়া এলাকার কামাল হোসেন(৪৫),সিরাজগঞ্জ হরিপুর থানার কালিয়া এলাকার সোলায়মান শেখ এর ছেলে আমিনুল ইসলাম(৪৫)। পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈরের কালামপুর এলাকার জৈনক মাসুদের বাড়ীর পাশে ফাঁকা জায়গায় বুধবার রাতে একদল জুয়ারী জুয়া খেলছিল। গোপন সংবাদে পুলিশ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে ৮ জুয়ারীকে ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে। কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান রাসেল জানান, ৮ জুয়ারীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।