কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় শনিবার দিবাগত মধ্যরাতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক যাত্রী। ওই ঘটনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার আটক করেছে পুলিশ। পরে রোববার সকালে ওই তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ।
নিহতরা হলেন, টাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্দি পূর্ব পাড়গা গ্রামের সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন(২৩), সেকান্দার আলীর ছেলে জুয়েল রানা(৩২) ও একই জেলার মধুপুর উপজেলার চাকন্দ বীরবাড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন(৩০) । এ ঘটনায় আজিজুল হক (২০) এক যাত্রী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানা যায়, শনিবার রাতে আড়াইটার দিকে (ঢাকা মেট্রো-গ ২৩-১২৫২) প্রাইভেটকারে করে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন চার যাত্রী। এদিকে সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় পৌছালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ইউর্টান নেয়ার সময় উত্তরবঙ্গগামী (ঢাকা মেট্রো-ব ১৪-০৬৮২) যাত্রীবাহী বাস প্রাইভেট কারের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের একযাত্রী নিহত হয় । পরে স্থানীয়া মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একজন ও কুমুদিনি হাসাপাতালে একজন নিহত হয় । অপর এক যাত্রীকে গুরতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠায় । এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ । তবে ওই বাসের চালক পলাতক রয়েছেন । নাওজোড় হাইওয়ে পুলিশের এস আই শহিদুল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহত তিনব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন ।