কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে শনিবার সকালে জামালপুর গরুর হাট রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও হাটকমিটির উদ্যোগে ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়। মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মোশাররফ হোসেন রবিনের সভাপতিত্বে মানববন্ধন শেষে সভায় বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এ্যাড:দেওয়ান জাকির হোসেন লোবান, আবুল হোসেন,নওজেস আলী, ইকবাল মেম্বার, বাবুল দেওয়ান, এমারত হোসেন, জাকিরুল ইসলাম জুয়েল, আলম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলার জামালপুর চার রাস্তায় এলাকাায় প্রায় ১৯ বছর আগে এলাকার লোকজন মিলে একটি গরুর হাট বসায়। বর্তমানে সরকার এ বাজার থেকে প্রতিবছর প্রায় ৩৫লক্ষ টাকা রাজস্ব আদায় করে থাকে । এবারও সরকার ইজারা বাবদ প্রায় ৩৫ লক্ষ টাকা রাজস্ব পেয়েছে। কিন্ত পতিত সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের আত্মীয় পরিচয় দিয়ে তার অনুসারীরা দর্ঘিদিন ধরে হাটের ইজারার টাকা উত্তোলন করে তা আত্মসাৎসহ নানা অনিয়ম করে আসছিল। কিন্ত আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় তখন তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাইনি। সরকারকার পতনের পর হাট কমিটির লোকজনসহ স্থানীয় মধ্যপাড়া ইউনিয়ন বি এন পির সভাপতি এবং সাধারন সম্পাদকসহ সাধারন মানুষ এর প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামী থাকা সত্তেও অবাধে ঘুরে বেড়াচ্ছে। এবং পুর্বে ন্যায় তাদের অবৈধ ক্ষমতা খাটিয়ে হাটটি ধ্বংস করার পায়তারা করছে। ঐতয্যবাহী হাটটি রক্ষার দাবিতে এলাকার সাধারন মানুষসহ হাট কমিটির লোকজন শনিবার বিক্ষোভ মানববন্ধন কর্মসুচী পালন করে।