কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি রালি বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার সাবিরা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওারসহ সাংবাদিক বৃন্দ ও সমবায়ের উপকার ভোগী সদস্য বৃন্দ ।