বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি- সারাদেশের ইউপি সদস্যদের অপসারণ করা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফের বক্তব্যের প্রতিবাদে ও ইউপি সদস্যদের অপসারণ না করতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিলাখিয়া ইউনিয়ন পরিষেদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল, বগারচর ইউপির প্যানেল চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাপ জামাল, ইউপি সদস্য শাহজাহান আলী মিন্টু, ইউপি সদস্য মানিক খান, ইউপি সদস্য হুমায়ুন কবির প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ইউপি সদস্য বৃন্দ।
এসময় তারা জনস্বার্থে ইউপি সদস্যদের অপসারণ না করতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।